সভার অনুমতি পেয়েও পালিয়ে গেলেন শুভেন্দু

কিন্তু অবাক কাণ্ড! অনুমতি মেলার পরেই বিভিন্ন অসুবিধের অজুহাত দেখিয়ে সেই সভা নিজেরাই বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি।

Must read

প্রতিবেদন : সভার অনুমতি পেয়েও পালিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবসেই উলুবেড়িয়ায় সভা করতে চেয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। অনেক সওয়াল-জবাবের পরে বুধবার সেই সভা করার অনুমতিও দেয় হাইকোর্ট। তবে অবশ্যই শর্তসাপেক্ষে। অন্যতম প্রধান শর্ত, ২১ জুলাই জায়গা বদল করে সভা করতে হবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে।

আরও পড়ুন-জহরের প্রশ্নবাণে

কিন্তু অবাক কাণ্ড! অনুমতি মেলার পরেই বিভিন্ন অসুবিধের অজুহাত দেখিয়ে সেই সভা নিজেরাই বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সে কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা নিজেই, সভার মূল উদ্যোক্তা ছিলেন যিনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, অবসাদে ভুগছেন শুভেন্দু। দলের লোকেরাই তাঁর কথা শোনেন না, তাঁকে মানেন না। তাই প্রচারের আলোয় থাকার জন্যই এ সব করছেন। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের মতো বড় দলের বিশাল সমাবেশের দিনই সভা করতে চেয়েছেন। পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছিলেন। কিন্তু আদালত শর্তসাপেক্ষে সভার অনুমতি দেওয়ার পরেও পালালেন শুভেন্দু। বুঝে গিয়েছিলেন সভায় লোক হবে না। তাই এই পলায়নপর্ব।

Latest article