সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শোকজ নোটিশ পেলেই শিক্ষকদের একাংশ রসিকতা করে তাকে ‘প্রেমপত্র’ বলছেন! সংবাদমাধ্যমের কাছে মুখ খোলায় সম্প্রতি শোকজ পান অর্থনীতির সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। দর্শন ও তুলনামূলক ধর্ম বিষয়ের অধ্যাপক কৌশিক ভট্টাচার্য-সহ আরও কয়েকজনও চিঠি পেয়েছেন। অভিযোগ, অডিও ক্লিপের মাধ্যমে সম্প্রতি লিপিকা ও পূর্বিতাতে আলোচ্য বিষয়ে কথোপকথন বাইরে প্রচার করেছেন।
আরও পড়ুন-শহরে যাত্রা শুরু নীল-সাদা অটোর
যদিও তাঁরা বলেন, এরকম শোকজ উপাচার্য ভালবেসে দিয়ে থাকেন। এটি একটি প্রেমপত্র! ডজনখানেক শিক্ষক শোকজ পেয়েছেন। ৩৬ শিক্ষক-কর্মীর বিরুদ্ধে মামলা করছে বিশ্বভারতী। কোনও কোনও সংগঠনের বিরুদ্ধেও একাধিক মামলা চালাচ্ছে। এই সব জানিয়ে অধ্যাপক সংগঠন ভিবিউফার বিশ্বভারতীর পরিদর্শক রামনাথ কোবিন্দ, আচার্য নরেন্দ্র মোদি, রেক্টর লা গনেশন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে চিঠি লেখেন। চিঠিতে জানান, কীভাবে উপাচার্য তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মামলা চালাচ্ছেন দেশের অর্থ অপচয় করে। মামলার একটি দীর্ঘ তালিকাও পাঠানো হয়।