বিচারপতির ফেসবুক হ্যাক, ধৃত ছাত্র

ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয় বসিরহাট মহাকুমা আদালতে। পরিবারের দাবি, রাজিবুল নির্দোষ। সম্ভবত কোনও ষড়যন্ত্রের শিকার।

Must read

সংবাদদাতা, বসিরহাট : উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক হ্যাক করে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বসিরহাটের বিবিপুর হাইস্কুলের উচ্চমাধ্যমিক ছাত্র রাজিবুল মিস্ত্রি গ্রেফতার। অভিযোগ, আড়াই মাস আগে উত্তরাখণ্ডের বিচারপতির ফেসবুক প্রোফাইল হ্যাক করে সেখানে উস্কানিমূলক ও হুমকি-সহ একাধিক মন্তব্য লিখে পোস্ট করে সে।

আরও পড়ুন-দেশের টাকা অপচয় করে উপাচার্য মামলা করেন সহকর্মীদের বিরুদ্ধে

কিছুদিন আগে ফের পোস্ট করায় নড়েচড়ে বসে উত্তরাখণ্ড পুলিশ। নৈনিতাল জেলার মল্লিতাল থানায় অভিযোগ দায়ের হয়। রাকিবুলের মোবাইল লোকেশন ট্র্যাক করে বাড়ির হদিশ পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বুধবার তাকে গ্রেফতার করে মল্লিতাল থানার সাব ইনস্পেক্টর দীপক বিস্টের নেতৃত্বে একদল পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয় বসিরহাট মহাকুমা আদালতে। পরিবারের দাবি, রাজিবুল নির্দোষ। সম্ভবত কোনও ষড়যন্ত্রের শিকার।

Latest article