গত লোকসভা নির্বাচনের আগে, ধর্মতলার সভা থেকেই বিজেপি নেতা অমিত শাহ তৃণমূলের নেতাদের পালানোর হুমকি দিয়েছিলেন। তারপর বাংলা থেকে নিজেদেরই পাত্তারি গোটানোর মতো অবস্থা হয়েছে। একুশের মঞ্চ থেকে সেই বিজেপির (BJP) সুরেই তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যর মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ভাগ বিজেপি ভাগ।
বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে ফিরহাদ (Firhad Hakim) বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে ২০০ পারের দিবাস্বপ্ন দেখেছিল গেরুয়া শিবির। একশোও পেরতে পারেনি। এরপরেই ফিরহাদ বলেন, আগামী নির্বাচনগুলিতে বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি।
আরও পড়ুন-বাংলার নামেই প্রকল্প হবে, কেন্দ্রের কাছে হাত পাতবে না রাজ্য: অভিষেক বন্দ্যোপাধ্যায়
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহিদের স্মরণ করেন তিনি। শহিদ পরিবারের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার উন্নয়নের মডেল সারা দেশে আদর্শ।