আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও: একুশের মঞ্চে মুড়ি ও সিলিন্ডার এনে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

মুড়ি, চিঁড়ে, দুধ-এর মতো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি বসিয়েছে মোদি সরকার। যার জেরে দাম বেড়েছে এই সকল সামগ্রীর। এরই বিরুদ্ধে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কর্মীদের আনা মুড়ি মঞ্চে তুলে এনে মমতা বললেন, “এই মুড়ির উপরও জিএসটি (GST)! কত জিএসটি বসিয়েছে?” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে নেত্রী জানালেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” শুধু তাই নয়, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে তুলে আনলেন প্রতীকী সিলিন্ডার। আর সেই সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন সাংসদ দেব।

সম্প্রতি মুড়ি, চিড়ে, দুধের মতো প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় উপর জিএসটি বসিয়েছে কেন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সরব হন একুশের মঞ্চ থেকে। বক্তব্যের মাঝেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কেউ মুড়ি নিয়ে এসো। সভামঞ্চের সামনে থাকা জনতার মধ্যে থেকে কেউ একজন মুড়ি এগিয়ে দেন মঞ্চের দিকে। সেই মুড়ি ট্রেতে সাজিয়ে মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি (CM Mamata Banerjee) বলেন, “এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

আরও পড়ুন-বাংলার নামেই প্রকল্প হবে, কেন্দ্রের কাছে হাত পাতবে না রাজ্য: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর পাশাপাশি দফায় দফায় গ্যাসের দাম বাড়তে বাড়তে ১১০০ টাকা ছুয়ে ফেলেছে। মঞ্চে ভয়াবহ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেত্রী। তখনই ভিড়ের মাঝে প্রতীকী সিলিন্ডার সহ এক তৃণমূল কর্মীকে দেখা যায়। সেটি চোখে পড়তেই মমতা ওই সিলিন্ডার মঞ্চে নিয়ে আসতে বলেন। ডেকে নেন তৃণমূল সাংসদ দেবকে। তাঁর হাতে সিলিন্ডার তুলে দিয়ে তিনি বলেন, “বুঝতে পারছেন কোন সরকারের আমলে আমরা বাস করছি।” এই ইস্যুতে ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা বলেন, “ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”

Latest article