সংবাদদাতা, কাটোয়া : আষাঢ় গেল। শ্রাবণেও বৃষ্টির দেখা নেই। অগত্যা বৃষ্টির প্রার্থনায় কাটোয়ার বরমপুর গ্রামে ধুমধাম করে হল ব্যাঙের বিয়ে। মন্ত্র পড়ে, আচার-নিয়ম মেনে। গ্রামবাসীদের সাক্ষী রেখে বর-ব্যাঙ ও কনে-ব্যাঙের অভিভাবকদ্বয়ের অনুমতিতে পুরোহিত মলয় চক্রবর্তী বিয়ে দিলেন। ঢোল-কাঁসরের বাজনার সঙ্গে মঙ্গলঘট নিয়ে নেচে-নেচে মহিলারা যোগ দেন। ভোজের ব্যবস্থাও ছিল।
আরও পড়ুন-এদিনই দিকনির্দেশ করে দেন নেত্রী: পার্থ চট্টোপাধ্যায়
টানা অনাবৃষ্টিতে চাষবাস এখনও শুরু করা যায়নি। বিশ্বাস, অনাবৃষ্টি কাটাতে বরুণদেবকে সন্তুষ্ট করতে হবে। সেজন্য ব্যাঙের বিয়ে দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। সেই প্রথা ও পরম্পরা মেনে বরমপুর গ্রামের শিবতলায় বসল বিয়ের আসর। পাত্রপক্ষের চম্পা সাহা ও কন্যাপক্ষের সন্ধ্যারানী সাহা ছাদনাতলায় বর-কনে-সহ হাজির হন। নববিবাহিত দম্পতিকে গ্রামের শুখা মাঠে ঘোরানো হয়। প্রীতিভোজে শ’দেড়েক গ্রামবাসী খেলেন। গ্রামবাসীরা বললেন, ব্যাঙের বিয়ের জন্যই হোক বা অন্য কারণে বৃষ্টি হলেই বাঁচি।