এদিনই দিকনির্দেশ করে দেন নেত্রী: পার্থ চট্টোপাধ্যায়

বৃষ্টি আর তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান প্রায় সমার্থক হয়ে গিয়েছে। বৃষ্টির মাধ্যমেই আমাদের আশীর্বাদ করেন বরুণ দেব।

Must read

প্রতিবেদন: বৃষ্টি আর তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান প্রায় সমার্থক হয়ে গিয়েছে। বৃষ্টির মাধ্যমেই আমাদের আশীর্বাদ করেন বরুণ দেব। গত দু’বছর ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি দিনটি কবে আসবে, আমরা শহিদ তর্পণ করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো। তাঁর কাছ থেকে আগামীদিনের দিক নির্দেশ পাবো।

আরও পড়ুন-বাংলার বাইরেও বুক চিতিয়ে লড়বে তৃণমূল, একুশের মঞ্চে চ্যালেঞ্জ অভিষেকের

বর্তমান কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী ও অগণতান্ত্রিক নীতি রয়েছে তাঁর বিরুদ্ধে একজোট হয়ে কীভাবে লড়াই করতে হবে তার পথ দেখিয়ে দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নবীন-প্রবীণে মিলিয়ে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে নতুন ভাবে আন্দোলন সংঘটিত করার লক্ষ্যে দিকনির্দেশ করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদূরান্ত থেকে যে অসংখ্য কর্মী সমর্থকরা এতটা কষ্ট করে এসেছেন, কষ্ট করে শিবিরে কাটিয়ে সভায় এসেছেন, তাঁদের ও একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা আরও একবার শ্রদ্ধা জানাই।

Latest article