বাংলার বাইরেও বুক চিতিয়ে লড়বে তৃণমূল, একুশের মঞ্চে চ্যালেঞ্জ অভিষেকের

একুশের মঞ্চে আক্রমণাত্মক ভঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশের সবাই তাকিয়ে আছে মমতা বন্দোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের দিকেই।

Must read

প্রতিবেদন: লোকসভা ভোটে আমি কথা দিচ্ছি বাংলা থেকে তৃণমূলই জিতবে। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বুক চিতিয়ে লড়াই করবে তৃণমূল। সেটা ত্রিপুরা হতে পারে, মেঘালয় হতে পারে, গোয়া হতে পারে। এ ভাষাতেই বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপিকে চব্বিশের চ্যালেঞ্জ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিল্লি থেকে বিজেপিকে শূন্য করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়: সুদীপ

একুশের মঞ্চে আক্রমণাত্মক ভঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশের সবাই তাকিয়ে আছে মমতা বন্দোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের দিকেই। যেখানে দরকার সেখানে যাব। কাশ্মীর থেকে কন্যাকুমারি, সব মানুষ তাকিয়ে আছেন বাংলার মানুষ কি করবে তার দিকে। আমি আপনাদের কথা দিচ্ছি, যেখানে প্রয়োজন হবে সেখানে আমি নিজে যাবো। কিন্তু বিজেপিকে এক ছটাক জমিও ছাড়া হবে না। অভিষেক বলেন, এ রাজ্যের বিজেপির নেতারা বলছেন, তাঁরা কেন্দ্রকে বলে এ রাজ্যের পাওনা টাকা বন্ধ করে দিয়েছেন। আমি এটাই চেয়েছিলাম। এটা ওরা জনসমক্ষে বলুক। তৃণমূল অন্য রাজ্যে গিয়েছে। আমাকে দায়িত্ব দিয়েছে। আগামীদিনে বাংলায় আরও বলিষ্ঠ হবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে আমরা গোটা ভারতে যতদিন না জোড়াফুলকে পৌছে দিতে পারছি ততদিন শান্ত হব বসবো না। এই লড়াই চলবে।

Latest article