বহুত জান হ্যায় ইস ভিড় মে! সভামঞ্চ থেকে বক্তৃতার শুরুতেই বললেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। উল্লাসে ফেটে পড়ল ধর্মতলা। জনজোয়ার কলকাতার বুকে। সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে বসে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছেন। মানুষের বিশ্বাস মমতার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ‘আয়রন লেডি’র মতো লড়াই করছেন, জয় নিশ্চিত।
আরও পড়ুন-নিজের টাকায় একুশের সভায়
দলনেত্রীকে বাংলার বাঘিনি বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা। বললেন, ‘‘দেশের সবচেয়ে লড়াকু, সৎ এবং সফল নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের কাছে তিনি মুক্তির সূর্য।’’ শত্রুঘ্ন বলেন, আমি বিজেপিতে ছিলাম। অভূতপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। এখন তানাশাহি চলছে দেশ জুড়ে। তিনি বলেন, বাংলা আজ যা করে দেশ আগামিকাল করে, বাংলা আজ যা ভাবে, দেশ তা ভাবে আগামিকাল। নোটবন্দি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি দেশকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে এই বিজেপি সরকার। কোথাও উন্নয়ন নেই। নেই কোনও চাকরি। এর বিরুদ্ধে আগামী দিনে দেশ গড়ার শপথ নিতে হবে বাংলাকে। যার নেতৃতেব্ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।