সিপিএমের সন্ত্রাস আজও আমরা ভুলে যাইনি: শিউলি সাহা

বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদস্মরণ মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে একথা বললেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা।

Must read

শুধু বাংলাকে নয়, সারা দেশের মানুষকে সঠিক দিশা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদস্মরণ মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে একথা বললেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। রেকর্ড জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি তীব্র ভাষায় একইসঙ্গে আক্রমণ করেন বিজেপি এবং সিপিএমকে।

আরও পড়ুন-হুইলচেয়ারে বসে ভোটে লড়াই করেছেন দলনেত্রী: শত্রুঘ্ন সিনহা

একদিকে যেমন মনে করিয়ে দেন বাম জমানায় সিপিএমের সন্ত্রাসের ভয়াবহ কালো দিনগুলির কথা, ঠিক তেমনই সতর্ক করে দেন গেরুয়া স্বেচ্ছাচারিতার বিপজ্জনক ভবিষ্যৎ সম্পর্কে। বাম আমলে এই বাংলায় গণতন্ত্র বলে কিছুই ছিল না। মানুষ প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে। আর এখন রাজ্যে অভূতপূর্ব উন্নয়নের ধারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সামনের পঞ্চায়েত নির্বাচনে এরই নিশ্চিত প্রতিফলন ঘটবে।

Latest article