নারীদিবস উদযাপন, কে-২ শৃঙ্গে পা রাখলেন ৮ মহিলা

কোনও ভারতীয়র নাম না থাকলেও এই সামিটের দৌড়ে এক বাঙালি মেয়ের নাম রয়েছে। তিনি হলেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরিন।

Must read

প্রতিবেদন : বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল পাকিস্তানের গডউইন অস্টিন বা কে-২। উচ্চতার নিরিখে দ্বিতীয় হলেও গোটা বিশ্বের কঠিন ও ঝুঁকিপ্রবণ শৃঙ্গের তালিকায় সবার আগে আসে কে-২-র নাম। শুক্রবার অর্থাৎ ২২ জুলাই কে-২ শৃঙ্গে যেন নারীদিবস উদযাপিত হল। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে এদিন কে-২ শৃঙ্গ আরোহণ করেছেন ৮ জন মহিলা। যার মধ্যে তিনজন কোনওরকম কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই শৃঙ্গ আরোহণ করেছেন।

আরও পড়ুন-হাওড়ায় বিজেপির তাণ্ডব

গোটা বিশ্বের পর্বতারোহীদের দাবি, এ এক অবিশ্বাস্য ঘটনা। ৮৬১১ মিটার উচ্চতার কে-২ শৃঙ্গ এতটাই দুর্গম যে এই শৃঙ্গ আরোহণ করতে গিয়ে একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। মহিলাদের ক্ষেত্রে কে-২ আরোহণ করা আরও কঠিন। এখনও পর্যন্ত গোটা বিশ্বের মাত্র ১৮ জন মহিলা কে-২ শৃঙ্গ আরোহণ করেছেন। কিন্তু এবার যেন নারীশক্তি দুর্গমতম কে-২ আরোহণ করার শপথ নিয়েছিল। এদিন একের পর এক নরওয়ে, ইরান, তাইওয়ান, চিন, আরব, পাকিস্তানের মহিলারা পা রেখেছেন এই শৃঙ্গে। ভারতীয় পর্বতারোহীদের কে-২ আরোহণের অনুমতি দেওয়া হয় না। তাই এই কে-২ শৃঙ্গ জয়ীদের তালিকায় কোনও ভারতীয়র নাম নেই।

আরও পড়ুন-আগুন থেকে বাঁচতে ঝাঁপ মহিলার, লুফে নিয়ে রক্ষা

কোনও ভারতীয়র নাম না থাকলেও এই সামিটের দৌড়ে এক বাঙালি মেয়ের নাম রয়েছে। তিনি হলেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরিন। ওয়াসফিয়া এগিয়ে চলেছেন কে-২-র দিকে। সবকিছু ঠিকমতো চললে তিনি হয়তো প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কে-২তে পা রাখবেন।
শুক্রবার সকালে নরওয়ের মহিলা পর্বতারোহী ক্রিস্টিন হ্যারিলা প্রথম কে-২ শৃঙ্গে পা রাখেন। সবচেয়ে কম সময়ে গোটা বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করার রেকর্ড রয়েছে নির্মল পূজার। নির্মলের সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে এগিয়ে চলেছেন হ্যারিলা। এই নিয়ে বিশ্বের আটটি আট হাজারি শৃঙ্গ জয় করলেন হ্যারিলা। সময় নিয়েছেন ৭০ দিন। প্রথম ৮টি আট হাজারি শৃঙ্গ ছুঁতে নির্মলও নিয়েছিলেন ৭০ দিন। সবক’টি আট হাজারি শৃঙ্গ জয় করতে নির্মলের লেগেছিল ৬ মাস। এখন দেখার হ্যারিলা ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করতে কতদিন সময় নেন।

Latest article