হাওড়ায় বিজেপির তাণ্ডব

এই অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। তদন্ত প্রক্রিয়াটাই বানচাল করে দিতে চাইছে ওরা।

Must read

হাওড়া : ঘুসুড়ির রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তে মৃতদের শরীরে কোনও মদের অস্তিত্ব মেলেনি। তবুও এই ব্যাপারে আরও নিশ্চিত হতে মৃতদের ভিসেরা পরীক্ষা করাচ্ছে পুলিশ। তবুও এই ঘটনাকে ঘিরে পুলিশের ওপর হামলা চালিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি। শুক্রবার বিকেলে হঠাৎই বিজেপির কিছু কর্মী মিছিল করে এসে পুলিশের ওপর হামলা চালায়।

আরও পড়ুন-আগুন থেকে বাঁচতে ঝাঁপ মহিলার, লুফে নিয়ে রক্ষা

পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট পাটকেল ছোঁড়ে। পুলিশ কমিশনারকে ডেপুটেশন দেওয়ার নাম করে এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে ওই মিছিল শুরু হয়। এই কর্মসূচীর কথা আগাম কিছু না জানানোয় হাওড়া ময়দানের কাছে ওই মিছিল পুলিশ আটকেয়দিতেই পুলিশের ওপর হামলা শুরু করে উন্মত্ত বিজেপি কর্মীরা। একজন ডিসি পদমর্যাদার অফিসার স্মারকলিপি নিতে এলেও তাঁর হাতে ডেপুটেশন জমা দেননি বিজেপির কর্মীরা। উল্টে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে। সেইসঙ্গে ধৃত ব্যক্তি প্রতাপ কর্মকার নয় বলেও বিজেপি দাবি করতে থাকে। এই বিষয়েও আদালতের দারস্থ হবার কথা জানায় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-তিন প্রধানকে বঙ্গবিভূষণ, চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে এলাকার বিধায়ক গৌতম চৌধুরি বলেন ‘পুলিশ কমিশনারের নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। এই অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। তদন্ত প্রক্রিয়াটাই বানচাল করে দিতে চাইছে ওরা।

Latest article