প্রতিবেদন: গত ৪৮ ঘণ্টা ধরে কমছে রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণের হার। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য দফতরকে। তবে কমছে না মৃত্যুর সংখ্যা। যা নিয়েই চিন্তায় স্বাস্থ্যকর্তারা। শনিবারও মৃতের সংখ্যা সাতেই আটকে। শুক্রবারও তা একই ছিল। স্বাস্থ্য দফতরের তরফে শনিবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে আক্রান্ত (Coronavirus) হয়েছে মোট ১৮৪৪ জন। যা শুক্রবারের থেকে আরও কিছুটা কম। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২২৩৭ জন। উল্টোদিকে সুস্থতার সংখ্যাতেও আশা জাগছে। শনিবার বুলেটিনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১৬৮ জন। তবে এরই মধ্যে দৈনিক পজিটিভিটি রেট কিছুটা কমে দাঁড়াল ১২.৬৪ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৩০৬ জন। ২৬৬ জন আক্রান্ত হওয়ায় দু’নম্বরে কলকাতা। তৃতীয় বীরভূম। সেখানে ১৪৯ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। পশ্চিম বর্ধমানে সংক্রমিত ১৩৯। জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। সংক্রমণের নিরিখে এদিন একশো পেরোয়নি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর জেলা। মালদহ, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়ার সংক্রমণ আশি পেরোয়নি। ষাটেরও কম সংক্রমিতের খোঁজ মিলেছে হুগলি, কোচবিহার এবং হাওড়ায়।