ওরা এভাবে তাড়া করবে ভাবিনি: শিখর

Must read

পোর্ট অফ স্পেন : হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তিন রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেও চিন্তায় ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। রোহিত শর্মা বিশ্রামে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাঁ-হাতি ওপেনার। ৩০৮ রান করার পরেও ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে রান তাড়া করে ম্যাচটা প্রায় বের করে নিয়েছিল, তাতে একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন ধাওয়ান। ম্যাচের পর ভারত অধিনায়ক জানিয়েছেন, দলের খেলায় অনেক উন্নতি প্রয়োজন। ধাওয়ান (Shikhar Dhawan) বলেন, ‘‘ওরা যে ভাবে রান তাড়া করেছে, তাতে আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজ খুব সাহসী ব্যাটিং করেছে। তবে ভাবিনি, ওরা লক্ষ্যের এত কাছে চলে আসবে।’’ ক্যারিবিয়ান ব্যাটারদের দাপটে উদ্বেগ বাড়লেও নির্দিষ্ট কয়েকটি পরিকল্পনা দলকে জয় এনে দিতে সাহায্য করেছে বলে জানিয়েছেন ধাওয়ান। তিনি বলেন, ‘‘শেষ ওভারে একটা পরিকল্পনা খেটে গিয়েছে। ফাইন লেগের ফিল্ডারকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে দিয়েছিলাম। ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে থাকলে কয়েকটা বাউন্ডারি হয়ে যেতে পারত। সেটা হয়নি। ওখানেই খেলাটা আমাদের দিকে ঘুরে যায়। আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম। কোনও চাপ নিইনি। তবে ভুল শুধরে আমাদের আরও ভাল খেলতে হবে।’’ মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ধাওয়ান বলেন, ‘‘সেঞ্চুরি না পাওয়াটা খুবই হতাশাজনক। তবে দিনের শেষে দল জিতায় আমি খুশি। আমরা বড় রান করতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। দলের তরুণরা নিজেদের কাজটা ঠিক মতো করেছে।’’

আরও পড়ুন: ১৫০ টন ইলিশ বাজারে, কমবে দাম

Latest article