ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী

Must read

সংবাদদাতা, কাঁথি : সমুদ্রে মাছ ধরে ফেরার পথে আবারও বিপত্তি, পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাট মৎস্যবন্দরে। ট্রলার থেকে পড়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী (Missing Fisherman)৷ তাঁকে উদ্ধার করতে জোরদার তল্লাশি শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর (Missing Fisherman) নাম আর্য বাগ। বয়স আনুমানিক ২৮ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা গ্রামে। শুক্রবার সন্ধ্যায় সমুদ্র থেকে মাছ ধরে পেটুয়া মৎস্যবন্দরে ঢুকছিল ‘মা সিন্ধু’ নামে একটি ট্রলার। আচমকাই সেই ট্রলারে থাকা এক মৎস্যজীবী সমুদ্রের জলে পড়ে যায়। তখন জোয়ার চলছিল। অন্যান্য মৎস্যজীবী খোঁজাখুঁজি করলেও কোথাও সন্ধান পাননি৷ এরপর জুনপুট উপকূল থানার পুলিশকে খবর জানানো হয়। পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের আধিকারিকরা দফায় দফায় তল্লাশি শুরু করেন৷ শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোথাও সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ৷ প্রসঙ্গত, মাসখানেক আগে এই পেটুয়া মৎস্যবন্দরের কাছে একটি ট্রলার ডুবে যায়। টলারে মাঝি-সহ বেশ কয়েকজন মৎস্যজীবীর মৃত্যু হয়৷

আরও পড়ুন: ১৫০ টন ইলিশ বাজারে, কমবে দাম

Latest article