মুম্বই : প্রায় তিন বছর তাঁর ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। তাঁর ব্যাটে রানের এই খরা নিয়ে চর্চা জারি অনেকদিন। বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে সপরিবার ছুটি কাটাচ্ছেন। তবে এর মধ্যেই তিনি বার্তা দিয়েছেন, তাঁর লক্ষ্য দেশকে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ জিততে সাহায্য করা।
নিজে স্বাভাবিক ফর্মে নেই। কিন্তু জয়ের খিদে যে একটুও কমেনি, বিরাট (Virat Kohli) সেটা স্পষ্ট করে দিয়েছেন। স্টার স্পোর্টস তাঁর একটি বার্তা টুইটারে প্রকাশ করেছে। তাতে বিরাট বলেছেন, ‘‘আমার লক্ষ্য হল ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে সাহায্য করা। আর তাতে আমি দলের জন্য যা দরকার, করতে চাই।” এশিয়া কাপ প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও সেখানকার অস্থির পরিস্থিতিতে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরশাহিতে। ২৭ অগাস্ট এই টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১১ সেপ্টম্বর পর্যন্ত। এরপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপ রয়েছে। তারপর আগামী বছর রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ।
আরও পড়ুন: ওরা এভাবে তাড়া করবে ভাবিনি: শিখর
বিরাট দীর্ঘদিন ধরে রানের মধ্যে না থাকায় টি-২০ বিশ্বকাপে তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কিং কোহলি সেসব চর্চাকে আমল না দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকেই তাঁর নজর। দলের জন্য তিনি যা দরকার তাই করতে পারেন। রানে না থাকায় আইসিসি র্যা ঙ্কিয়েও নেমে গিয়েছেন বিরাট। বারবার অফ স্টাম্পের বলে তিনি আউট হয়ে যাচ্ছেন। নিজের স্টান্স সামান্য বদলে নিয়েও কোনও সাফল্য পাননি। তবে প্রাক্তনদের অনেকে বলেছেন বিরাট রানে ফিরবেনই।