ভয়াবহ দাবদাহ চলছে ইউরোপের বিভিন্ন দেশে। স্পেন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ডেনমার্কের মতো দেশে ভয়ঙ্কর গরমের কারণে জনজীবন কার্যত বিপর্যস্ত। প্রবল গরমে বিমানবন্দর, রেল ও সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে। তীব্র গরমের কারণে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে দাবানল শুরু হয়েছে। দাবানলের কারণে তাপমাত্রা এক ধাক্কায় আরও বেড়েছে। ব্রিটেনে প্রবল গরমের কারণে রাস্তার পিচ গলে গিয়েছে।
আরও পড়ুন-দ্রুত সঙ্কট কাটবে, আশা গুণবর্ধনের
ট্রেনের লাইন ও সিগন্যাল পোস্ট বেঁকে গিয়েছে। ফলে রেল চলাচল বিপর্যস্ত। তাপপ্রবাহের কারণে লন্ডনের লুটন বিমানবন্দরের রানওয়ে গলে গিয়েছে। ফলে বিমান ওঠানামা বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গরমের কারণে যাতে সেতুতে ফাটল না ধরে তার জন্য লন্ডনের ঐতিহ্যবাহী হ্যামারস্মিথ সেতুকে ফয়েল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সেতুটিকে ঠান্ডা রাখতে ৪ লক্ষ ২০ হাজার পাউন্ড খরচ করে বিশেষ তাপ নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে।