বিশ্বকবির বিদায়দিনে অনলাইনে কালীচর্চা

প্রতীচী ট্রাস্টের অধিকর্তা ও অমর্ত্য সেনের ভাই শান্তভানু সেন ও প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় আলোচনাচক্রে যোগ দিতে গেলে জুম মোডের সিকিউরিটি যোগ দিতে দেয়নি

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : ১৯৪১ সালের এই দিনটিতেই তাঁর প্রিয় শান্তিনিকেতন থেকে শেষযাত্রা করেছিলেন রবীন্দ্রনাথ। চিকিৎসার জন্য এসেছিলেন কলকাতায়। আর ফেরা হয়নি। এমন একটা ঐতিহাসিক দিনটিতে মহর্ষি, বিশ্বকবি এবং শান্তিনিকেতনের ঐতিহ্য বিসর্জন দিয়ে কালীচর্চায় নিজেকে ব্যস্ত রাখল বিশ্বভারতী। সর্বস্তরে তুমুল প্রতিবাদ সত্ত্বেও ‘কালী আরাধনার ধারণা’ লেকচার সিরিজ চলল বিকেল চারটে থেকে।

আরও পড়ুন-তাঁতিদের থেকে ৮০০ শাড়ি কিনল তন্তুজ

তবে অফলাইনের পরিবর্তে অনলাইনে। প্রতীচী ট্রাস্টের অধিকর্তা ও অমর্ত্য সেনের ভাই শান্তভানু সেন ও প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় আলোচনাচক্রে যোগ দিতে গেলে জুম মোডের সিকিউরিটি যোগ দিতে দেয়নি। এ নিয়ে জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ধরেননি। অর্থনীতির ছাত্র সোমনাথ সাউ বলেন, আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে প্রতিবাদ জানিয়েছি। ‘উপাচার্য হঠাও’ আন্দোলন জারি থাকবে। প্রতিবাদ, আন্দোলনের জেরেই বিশ্বভারতী অনলাইন মোডের আশ্রয় নিল। ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, ‘এই ঘটনায়, বিশ্বভারতী এবার তলানিতে ঠেকেছে, আর তাকে উদ্ধার করা যাবে না।’ প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন বলেন, ‘উপাচার্যের উচিত এসব বিতর্কিত বিষয়ে আলোচনা না করে বিশ্বভারতীর মান কেন এত খারাপ হল, সে সব নিয়ে ভাবা।’

Latest article