তাঁতিদের থেকে ৮০০ শাড়ি কিনল তন্তুজ

তন্তুজ এবারের উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত সমবায়ের মাধ্যমে ৪৫ হাজার শাড়ি কিনবে বলে ঠিক করেছে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষক ও তাঁতিদের পাশে দাঁড়ানোর কথা বলেন। তাঁর কথা অনুযায়ী রাজ্য সরকারি সংস্থা যেমন কৃষকদের কাছ থেকে উৎপাদিত দ্রব্য কেনে, তেমনই তাঁতশিল্পীদের কাছ থেকে শাড়িও কেনে। মাঝে ফড়েরা না থাকায় এতে তাঁতিরা উপকৃত হন। তাঁতিদের সাহায্যের লক্ষ্যেই তাঁদের পাশে দাঁড়াতে ফের তাঁদের কাছ থেকে সরাসরি শাড়ি কিনল তন্তুজ।

আরও পড়ুন-আইএনটিটিইউসি শ্রমিকদের বৈঠক

নাদনঘাটের শ্রীরামপুরে শিবির করে মোট ৫ লাখ টাকায় ৮০০ শাড়ি কিনল রাজ্য সরকারি সংস্থা তন্তুজ। ছিলেন তন্তুজর চিফ মার্কেটিং অফিসার শিঞ্জিনী মুখোপাধ্যায়। এর আগে কালনার ধাত্রীগ্রামে শিবির করে ২০ লাখ টাকার শাড়ি কিনেছে তন্তুজ। তন্তুজ এবারের উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত সমবায়ের মাধ্যমে ৪৫ হাজার শাড়ি কিনবে বলে ঠিক করেছে। এর জন্য খরচ হবে প্রায় সাত কোটি টাকা। ইতিমধ্যেই আড়াই কোটি টাকার শাড়ি কেনা হয়ে গিয়েছে।

Latest article