দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে কাগোশিমা শহরে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার ৮টা ৫ মিনিটে এই আগ্নেয়গিরিটি জেগে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে থাকে। গোটা এলাকার আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘটনার জেরে জাপান সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন-সফল অস্ত্রোপচার
একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে হঠাৎই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে প্রতি বছরই কয়েক দফায় অগ্ন্যুৎপাত হয়। জাপানের সরকারি টেলিভিশন প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, গিরির জ্বালামুখে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছে।