সফল অস্ত্রোপচার

একইসঙ্গে ধরা পড়ে সেরিব্রাল পালসি। বিরল এই রোগের চিকিৎসার খরচ যথেষ্ট বেশি। যা বহন করার মতো সামর্থ্য ছিল না আফসিনের পরিবারের।

Must read

এক পথ দুর্ঘটনায় দিদির কোল থেকে ছিটকে পড়ে মাত্র ১০ মাস বয়সেই ঘাড় বেঁকে গিয়েছিল পাকিস্তানের সিন্ধ অঞ্চলের বাসিন্দা ছোট্ট আফসিনের। তারপর কেটে গিয়েছে ১২ বছর। অন্য বাচ্চাদের মতো স্কুল যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলা, কোনওটাই হয়নি তার। প্রবল যন্ত্রণা নিয়ে এতগুলি বছর কাটাতে হয়েছে আফসিনকে। তার ঘাড় প্রায় ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল।

আরও পড়ুন-জিএসটি ক্ষতিপূরণ

একইসঙ্গে ধরা পড়ে সেরিব্রাল পালসি। বিরল এই রোগের চিকিৎসার খরচ যথেষ্ট বেশি। যা বহন করার মতো সামর্থ্য ছিল না আফসিনের পরিবারের। গত বছর মার্চ মাসে সীমান্তে আফসিনকে দেখেন ভারতীয় চিকিৎসক রাজাগোপালন কৃষ্ণণ। তারপরে বিনা পয়সায় আফসিনের চিকিৎসার ভার নেন তিনি। দিল্লির অ্যাপোলো হাসপাতালে ব্যবস্থা করা হয় অস্ত্রোপচারের। সম্পূর্ণ সফলও হয় আফসিনের ঘাড়ের অস্ত্রোপাচার।

Latest article