জিএসটি ক্ষতিপূরণ

২০২১-২২ অর্থবর্ষে রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৫০০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৪ হাজার ৫৩১ কোটি টাকা

Must read

নয়াদিল্লি : ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৫০০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৪ হাজার ৫৩১ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে একথা জানালেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। মালা রায় তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, ২০১৯ থেকে শুরু করে পরপর তিন বছর ক্ষতিপূরণ খাতে পণ্য ও পরিষেবা বাবদ কেন্দ্রীয় সরকার কত আয় করেছে এবং রাজ্যভিত্তিক তার বিস্তারিত রিপোর্ট।

আরও পড়ুন-কয়লা ব্লক নিলাম

অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, জিএসটি ক্ষতিপূরণ বাবদ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ পেয়েছে ৮,২৯৯ কোটি টাকা, গুজরাত পেয়েছে ৮,৩২৯ কোটি টাকা, কর্নাটক পেয়েছে ৮,৯৭৬ কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে ৩,০৯৬ কোটি টাকা।

Latest article