কয়লা ব্লক নিলাম

৪৭টি কয়লা ব্লক নিলাম করা হয়েছে ২০২০ সালের জুনে।

Must read

নয়াদিল্লি : ৪৭টি কয়লা ব্লক নিলাম করা হয়েছে ২০২০ সালের জুনে। তার মধ্যে ছত্তিশগড়ের দুটিতে কাজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে জানালেন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি আরও জানিয়েছেন, ৪৭টির মধ্যে একটি শর্ত মেনে না চলায় নিলাম বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-ফিক্সড ডিপোজিটের সংখ্যা কমছে দেশে

ছত্তিশগড়ের দুটি কয়লা ব্লক থেকে কেন্দ্রীয় সরকার ১৮২ কোটি টাকা আয় করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী প্রহ্লাদ যোশী। সাংসদ জহর সরকার তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার যে কয়লা ব্লকগুলি নিলাম করেছে তার থেকে আদায়কৃত মোট রাজস্বের পরিমাণ কত এবং আগামী ১০ বছরে রাজ্যভিত্তিক সরকারের রাজস্ব আয় কী হতে চলেছে। তার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী পরিসংখ্যান সহ আগামী দশ বছরের আনুমানিক রাজস্বের পরিমাণ দেখিয়েছেন।

Latest article