ফিক্সড ডিপোজিটের সংখ্যা কমছে দেশে

একইসঙ্গে মন্ত্রী এও জানিয়েছেন, ২০১১-১২ অর্থবর্ষের পর থেকে সরকারের কাছে হিসাব নেই দারিদ্রসীমার নিচে দেশে কতজন বসবাস করছেন ।

Must read

নয়াদিল্লি : ২০২০-২১ অর্থবর্ষে সারা দেশের ২৫টি রাজ্যের মধ্যে ১৫৯টি জেলায় ফিক্সড ডিপোজিটের সংখ্যা কমছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, এই হার সংশোধনের জন্য দরিদ্র মানুষের সংখ্যা কমানো, সামাজিক সুরক্ষা, আয়ের উৎস বৃদ্ধি করার মতো নানা উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-কমছে উড়ান, ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রের পর্যটন শিল্প

একইসঙ্গে মন্ত্রী এও জানিয়েছেন, ২০১১-১২ অর্থবর্ষের পর থেকে সরকারের কাছে হিসাব নেই দারিদ্রসীমার নিচে দেশে কতজন বসবাস করছেন । ২০১১-১২ অর্থবর্ষেই এই সংখ্যা ছিল ২৭ কোটি। যদিও এর প্রতিকার হিসাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গালভরা একগুচ্ছ প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা, দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মতো নানা প্রকল্প চালু করা হয়েছে।

Latest article