মায়ানমারে গণতন্ত্রপন্থী চার আন্দোলনকারীকে ফাঁসিতে ঝোলাল সামরিক জুন্টা সরকার। যাঁদের ফাঁসি দেওয়া হয়েছে তাঁদের মধ্যে আছেন দেশের প্রাক্তন প্রধান অং সান সু চি’র ঘনিষ্ঠ সহযোগী ফিয়ো জিয়া থ। ১৯৮৮ সালের পরে এই প্রথম মায়ানমারে কারও মৃত্যুদণ্ড কার্যকর হল। সামরিক জুন্টা সরকারের নৃশংসতার বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
আরও পড়ুন-জারি সতর্কতা
জুন্টা সরকারকে এই নৃশংস কর্মকাণ্ডের জন্য যাতে মূল্য চোকাতে হয় তার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক এলাইনে পিয়ারসন। মায়ানমারের সরকারি সংবাদপত্রে জানানো হয়েছে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী কিয়াও মিন ইউ, প্রাক্তন সাংসদ হ্লা মিয়ো অং, ফিয়ো জিয়া থ-সহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।