প্রতিবেদন : ১৮ হাজার শিক্ষকের চাকরিতে নিয়োগের বিষয়ে রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনি জটিলতায় কোথাও কোনও নিয়োগ আটকে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিচারপতি। কোথায় কত শূন্যপদ আছে, মামলার কারণে কোন কোন চাকরি আটকে রয়েছে, তার রিপোর্ট শিক্ষাসচিবকে আদালতে পেশ করতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে।
আরও পড়ুন-প্লাস্টিক অভিযানে ১০ লাখ জরিমানা
প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা বিভাজন করে সুনির্দিষ্ট তালিকা পেশ করতে হবে আদালতে। প্রয়োজনে জানানো যেতে পারে লাইব্রেরিয়ান পদের তথ্যও। সোমবার একটি মামলার শুনানি চলার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শুনেছি ১৮,০০০ শিক্ষকের চাকরি তৈরি আছে। নিয়োগ হচ্ছে না আদালতের নিষেধাজ্ঞা থাকায়। সেক্ষেত্রে আদালতের যাতে কোনও বাধা না থাকে বা বাধা থাকলেও নিয়োগের কী ব্যবস্থা করা যায় তা দেখা হবে বলে জানান বিচারপতি।