প্রতিবেদন : সাম্প্রতিক কালে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটার প্রেক্ষিতে রাজ্যের বিদ্যুৎ দফতর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে তৃণমূল স্তরে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-জওয়ান বাঁচাল বাবা ও শিশুপুত্রকে
দফতরের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখতে ও সেইমতো পদক্ষেপ করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কাস্টমার সার্ভিস সেন্টার স্তর থেকে তদারকি করতে সদর থেকে শীর্ষ আধিকারিকদের জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার, অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার, অতিরিক্ত জেনারেল ম্যানেজার পদমর্যাদার অফিসাররা সেই কাজ করবেন। বিদ্যুৎস্তম্ভ সহ যাবতীয় পরিকাঠামো যথাযথ আছে কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা। সাইট অফিসগুলিকে যে যে কাজগুলির তদারকি করতে বলা হয়েছিল, তা যথাযথ হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে।