জওয়ান বাঁচাল বাবা ও শিশুপুত্রকে

ওই আরপিএফ জওয়ান অমিতকুমার বারির তৎপরতায় বাবা ও তাঁর শিশুপুত্রের প্রাণ রক্ষা পাওয়ায় তাঁকে আরপিএফের তরফে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে

Must read

সংবাদদাতা, হাওড়া : আরপিএফ জওয়ানের তৎপরতায় প্রাণে বাঁচলেন ৪ বছরের শিশু সহ বাবা। সোমবার হাওড়া স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মের ঘটনা। রেল পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়া থেকে আপ পাঁশকুড়া লোকালে উঠতে যাচ্ছিলেন এক দম্পতি ও তাঁদের শিশুপুত্র। ট্রেনের কাছে যাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। তাঁরা তিনজনই দৌড়াতে থাকেন। তাঁদের মধ্যে শিশুপুত্র ও তার বাবা উঠতে না পারলেও মা ট্রেনে উঠে পড়েন। তাই দেখে বাবা ও ছেলে আরও দৌড়াতে থাকেন।

আরও পড়ুন-রক্তব্যাধি রুখতে দুয়ারে হবে রক্তপরীক্ষা

কিন্তু ততক্ষণে ট্রেনের গতিও কিছুটা বেড়ে যায়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দরজার কাছের রড থেকে হাত ফসকে বাবা ও ছেলে দু’জনেই ট্রেনের নিচে চলে যাচ্ছিলেন। কিন্তু সেখানে কর্তব্যরত আরপিএফ জওয়ান অমিতকুমার বারি বিষয়টি দেখতে পেয়ে তাঁদের চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করতে করতে এগিয়ে যান। বাবা ও ছেলে হাত ফসকে ট্রেনের নিচে ঢুকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওই আরপিএফ জওয়ান তাঁদের ধরে প্ল্যাটফর্মের ওপর তুলে আনেন। এই ঘটনা দেখে ট্রেনের যাত্রী ও আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি জুড়ে দেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন হিন্দমোটর

যা শুনে চালক ও গার্ড ট্রেনটি থামিয়ে দেন। তারপর বাবা ও ছেলে দু’জনে ট্রেনে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ওই আরপিএফ জওয়ান অমিতকুমার বারির তৎপরতায় বাবা ও তাঁর শিশুপুত্রের প্রাণ রক্ষা পাওয়ায় তাঁকে আরপিএফের তরফে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে।

Latest article