সংবাদদাতা, কাটোয়া : রাজ্য সরকারের ‘জলস্বপ্ন’ (Jolswapno)প্রকল্পে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হল মন্তেশ্বরে। এই প্রকল্পে ৩ কোটি ৪১ লাখ টাকা খরচে আড়াই হাজার বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে যাবে।
আরও পড়ুন-রাজ্য শ্রম দফতরের উদ্যোগে ২২ বছর পর খুলছে ডুয়ার্সের তিন চা-বাগান
৩১ কিমি পাইপ লাইন বসবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা। এজন্য ৩০০ কিউবিক মিটার ক্ষমতাসম্পন্ন জলাধার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন মন্তেশ্বরে সরকারি পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু থাকলেও এই প্রথম বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু হতে চলেছে।