অভাবী-মেধাবীদের নিখরচায় প্রশিক্ষণ

কাটোয়া মহকুমা গ্রন্থাগারের সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরটির সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন।

Must read

সংবাদদাতা, কাটোয়া : কাটোয়া মহকুমা এলাকার গরিব পরিবারের অভাবী ও মেধাবী ছেলেমেয়েদের পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তৈরি করে তোলার লক্ষ্যে স্থানীয় ঝঙ্কার ক্লাবের উদ্যোগে শুরু হল নিখরচায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবারের এই কর্মসূচির সূচনায় হাজির ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক অর্চনা পানধারিনাথ ওয়াংখেড়ে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, পুরপ্রধান সমীর সাহা-সহ এলাকার বিশিষ্টজনেরা।

আরও পড়ুন-আড়াই হাজার বাড়ি পৌঁছবে ‘জলস্বপ্ন’

কাটোয়া মহকুমা গ্রন্থাগারের সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরটির সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। শিবির পরিচালনার দায়িত্বে থাকা এলাকার বিশিষ্ট দুই শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়, দেবাশিস দে জানান, ‘আবেদনকারীদের মধ্যে থেকে ৪০ জনকে বাছাই করে নিয়ে তাঁদের নিখরচায় প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য উপয়ুক্ত করে তোলার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। কাটোয়া মহকুমার অভাবী-মেধাবীরাও যে সুযোগ পেলে একদিন এসডিও, এসডিপিও, বিডিওর মতো উচ্চপদস্থ প্রশাসন ও পুলিশকর্তা হতে পারেন, সেটা প্রমাণ করে দেওয়ার লক্ষ্যেই এই প্রয়াস নেওয়া হয়েছে।’

Latest article