নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ ও সংস্কারের জন্য আনুমানিক খরচ হতে চলেছে ১,৮৮৪ কোটি টাকা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। রানওয়েতে ফাটল সহ বিভিন্ন কারণে বাগডোগরা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সেই কারণে আগেও বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে সংস্কারের ব্যাপারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী পরিচালককে চিঠিও পাঠানো হয়। সেই অনুযায়ী গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন-মোদি জমানায় সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে মাত্র ০.৩৩ শতাংশ
প্রসঙ্গত, ১০৪ একর জমির উপর বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে রাজ্য সরকারের ভূমিকা উল্লেখযোগ্য। গতবারের বাজেট অধিবেশনে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময় বাগডোগরা বিমানবন্দরের বাজেট বরাদ্দ নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি। বাগডোগরা বিমানবন্দরে বিভিন্ন পরিকাঠামোর ঘাটতি এবং কেন অতি দ্রুত সেগুলোকে মেরামত করতে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদই। অবশেষে বৃহস্পতিবার লিখিত প্রশ্নের জবাবে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া জানিয়েছেন, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ ও সংস্কারের জন্য আনুমানিক খরচ হতে চলেছে ১,৮৮৪ কোটি টাকা।