বাড়ল আক্রান্ত ও মৃত

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৭৭ জন।

Must read

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ২০ হাজার ছাড়িয়ে গেল। একই সঙ্গে শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় মৃতের সংখ্যা এবং অ্যাকটিভ কেস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৭৭ জন। করোনা পজিটিভিটি রেট অনেকটাই বেড়ে হয়েছে ৫.৮১ শতাংশ।

আরও পড়ুন-বাগডোগরা সংস্কারে

করোনা একদিনে কেড়ে নিয়েছে ৪৪ জনের প্রাণ। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে করোনা অ্যাকটিভ কেস। অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.৩৩ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯,২১৬ জন। গোটা দেশের মধ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। তার পরেই রয়েছে কেরল, তামিলনাড়ু দিল্লির মতো বিভিন্ন রাজ্য। প্রায় এক মাস পর দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় হাজারেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন।

Latest article