প্রতিবেদন : গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে আমেরিকার কেন্টাকি প্রদেশে। অতিভারী বৃষ্টির কারণে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। গত দু’দিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। পূর্ব কেন্টাকির নিচু এলাকায় বন্যায় স্রোতে ভেসে গিয়েছে শতাধিক বাড়ি। আশ্রয়হীন মানুষ ছাদে কিংবা গাছের উপর আশ্রয় নিয়েছেন। একাধিক বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়েছে। ফলে বহু এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ নেই। টেলিফোন সংযোগ না থাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। দোকান, বাজার বন্ধ থাকায় স্তব্ধ জনজীবন।
আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা,অতল জলের আহ্বান ছবির তন্দ্রা বর্মন
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে। তাঁর জীবনে তিনি কেন্টাকিতে কখনও এত বৃষ্টি হতে দেখেননি। স্বাভাবিকভাবেই দেখেননি এ ধরনের ভয়ঙ্কর বন্যা। এই বন্যায় কয়েকশো বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রদেশের বেশ কয়েকটি কাউন্টির বেশিরভাগ এলাকা জলের তলায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যান্ডি। তিনি আরও বলেছেন, বেশ কিছু মানুষের খোঁজ মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা জলের স্রোতে ভেসে গিয়েছেন। তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করার আশা খুবই ক্ষীণ। তবে দুর্গত মানুষদের উদ্ধার ও তাঁদের সব ধরনের সাহায্য করতে প্রশাসন যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে বলেও জানান গভর্নর৷