প্রতিবেদন : গত সোমবার রাজ্যে পা রাখেন একশোজনের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে ছড়িয়ে পড়েছেন। সাগর থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে উত্তরবঙ্গ। একশো দিনের কাজ, সরকারি আবাস যোজনা ও সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের কাজের অগ্রগতি দেখে খুশি হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের আধিকারিকরা।
আরও পড়ুন-চোরের মায়ের বড় গলা
এইচ আর মিনার নেতৃত্বে তাঁরা ইলামবাজারের শীর্ষা গ্রাম পঞ্চায়েতে অজয় নদ ঘেঁষা শুকডালা আদিবাসীপাড়ার ফুটবল মাঠ পরিদর্শন করতে গিয়ে মাঠ কবে হয়েছে, আয়তন কত, কত কর্মদিবস তৈরি হয়েছিল ইত্যাদি নানা প্রশ্ন করেন। এটি তৈরি হয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিডিও ও গ্রাম পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকরা। জানা গিয়েছে, পরিদর্শন শেষে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জ্যোতিরিন্দ্রনাথ চৌধুরির পিঠ চাপড়ে ‘গুড জব’ বলে প্রশংসাও করেছেন। লাভপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের কাজেও খুশি পরিদর্শক দল। প্রকল্পের জেলা নোডাল অফিসার সন্তু তরফদার জানান, এই প্রশংসায় প্রকল্পের সঙ্গে যুক্ত সবাই খুব খুশি।