প্রতিবেদন : কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করার খেলা অব্যাহত কেন্দ্রের বিজেপি সরকারের। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা আরেক বিধায়ক বিজেপির প্রতিহিংসার শিকার। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিশ পাঠানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-অপর্ণা, সত্যিকে স্বীকার করুন
ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে ওই নোটিশ। দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চাওয়া হয়েছে ইডির তরফে। চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি তাঁকে টিকিট দেয়।
আরও পড়ুন-ইলামবাজারে ১০০ দিনের কাজ, রাজ্যের কাজে প্রশংসা কেন্দ্রের
এরপর বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে জয়ীও হন। এরপর নির্বাচনে বিধায়ক হিসেবে জয়লাভ করার পর তিনি আবার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। রাজ্য বিধানসভার পিএসি’র চেয়ারম্যান পদে গত ৩০ জুন তিনি মনোনীত হন। এর মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে বিধানসভায় বাজেট অধিবেশনের সময় তাঁর ঠিকানায় নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনার কয়েক মাস যেতে না যেতে এবার সত্যি সত্যি কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক ঠিকানায় পৌঁছয় ইডির নোটিশ।