মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই টেন্ডার, বেলুড়ে লজিস্টিক হাব

রাজ্য শিল্প উন্নয়ন নিগমের জারি করা ওই দরপত্রে আগ্রহী সংস্থাকে ২৯ অগাস্টের মধ্যে দরপত্র পাঠাতে বলা হয়েছে। যে জমিতে প্রস্তাবিত লজিস্টিকস হাবটি গড়া হবে।

Must read

প্রতিবেদন : বন্ধ কলকারখানার অব্যবহৃত জমি ব্যবহার করে শিল্প গড়ার নীতি নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই শিল্পমহলের সঙ্গে বৈঠকে সরকারের সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদিন পরেই বেলুড়ের নিসকো কারখানার ৬৯ একর জমি ব্যবহার করে লজিস্টিক হাব তৈরির জন্য দরপত্র আহ্বান করল রাজ্য সরকার। রাজ্য শিল্প উন্নয়ন নিগমের জারি করা ওই দরপত্রে আগ্রহী সংস্থাকে ২৯ অগাস্টের মধ্যে দরপত্র পাঠাতে বলা হয়েছে। যে জমিতে প্রস্তাবিত লজিস্টিকস হাবটি গড়া হবে।

আরও পড়ুন-কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক ঠিকানায় ইডির নোটিশ, বিজেপির প্রতিহিংসা

এখানে ‘নিসকো’র কারখানা ছিল। অনেকদিন ধরে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এর আগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থে এখানে শিল্পতালুক গড়ার প্রস্তাব ছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। যেহেতু ছোট ও মাঝারি শিল্পের জন্য হাওড়ার সুনাম যথেষ্ট, তাই এই জমিতে ওই ধরনের ব্যবসার হাব গড়ার চেষ্টা চালাতে থাকে নবান্ন। এর জন্য পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব বর্তায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের উপর। কিন্তু সম্প্রতি বেলুড়ের সেই জমি চলে এসেছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের হাতে। আগেই এই জমিতে ২০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আদানি গোষ্ঠী। ভৌগোলিক কারণেই এই জমি লজিস্টিক হাবের জন্য উপযুক্ত, মত প্রশাসনিক কর্তাদের। তাঁদের কথায়, রেল স্টেশন, জিটি রোড, বালি ব্রিজ, নিবেদিতা সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো পরিবহণ পরিকাঠামোগুলি একেবারে নাগালে। পাশাপাশি অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত যে ফ্রেট করিডর তৈরি হচ্ছে, তাও এই এলাকার খুব কাছাকাছি।

Latest article