সংবাদদাতা, আলিপুরদুয়ার : বক্সার বাঘবন শুধুমাত্র বাঘেদের জন্য, তাই সেখান থেকে বনবস্তিগুলো সরিয়ে দেওয়া হবে বলে জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার আলিপুরদুয়ার সফরে এসে এ কথা জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর জন্য ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। আপাতত দুটি বনবস্তি ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বস্তিকে সরানোর ব্যবস্থা করছে বন দফতর। তবে এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা।
আরও পড়ুন-স্কুল পোশাক তৈরির কাজ জোরকদমে এগোচ্ছে ঝাড়গ্রামে
কারণ এই বস্তি দুটির বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু পরিকল্পনা নেওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেলেও আজ পর্যন্ত কোনও টাকাই দেয়নি কেন্দ্র। তাই আটকে আছে বস্তি সরানোর কাজ। মন্ত্রী বলেছেন, বক্সাকে বাঘেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তৈরি করা হবে। বক্সাবনে বাঘের সংখ্যা আগের থেকে বেড়েছে। অসম থেকে আরও ২০টি বাঘ আনা হবে এখানে। এর মধ্যে ১৪টি স্ত্রী ও ৬টি পুরুষ বাঘ থাকছে। সেই সব অতিথি বাঘকে প্রথমে রাখা হবে জঙ্গলের ভিতরে তিন কিমি এলাকা জুড়ে তৈরি এনক্লোজারে। পরে তাদের একে একে ছাড়া হবে বক্সার জঙ্গলে।