স্কুল পোশাক তৈরির কাজ জোরকদমে এগোচ্ছে ঝাড়গ্রামে

প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলপোশাক দেবে রাজ্যে সরকার।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলপোশাক দেবে রাজ্যে সরকার। আর তার জন্য গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে জোরকদমে চলছে স্কুলের পোশাক সেলাই এবং কাপড় কাটিংয়ের কাজ। ব্লকের সাতটি অঞ্চলের সাতটি স্বনির্ভর গোষ্ঠীর নিয়ন্ত্রক সংঘগুলোর অফিসে প্রতিনিয়ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারের পাঠানো কাপড় কাটা এবং পোশাক সেলাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে চলছে ওই পোশাকের উপর সর্বশিক্ষা মিশনের লোগো বসানোর কাজ। প্রতিদিন দুই শিফটে ভাগ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছাত্রছাত্রীদের জন্য পোশাক সেলাই করছেন।

আরও পড়ুন-বাংলার সবজি, ফুল, ফল মধ্যপ্রাচ্যে

এ বিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার জানান, ‘আমাদের ব্লকে ইতিমধ্যে প্রায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পোশাক সেলাইয়ের কাজ শেষ হয়েছে। জেলা থেকে বিতরণের দিন ঘোষণা করলেই আমরা সেই সব পোশাক তুলে দিতে পারব স্কুলগুলির হাতে। অন্য ক্লাসগুলির ছাত্রছাত্রীদের পোশাক তৈরির বাকি কাজও আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরেই তা স্কুলে স্কুলে বিলি করা সম্ভব হবে।’ অন্যদিকে ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের সরস্বতী সংঘের পরিচালক সুষমা পাত্র (ঘোষ) জানান, আগে দোকান থেকে কাপড় কিনে ছাত্রছাত্রীদের বিলি করা হত স্বনির্ভর দলের মাধ্যমে, কিন্তু এখন তা সেলাই করে দিতে হচ্ছে। এতে গোষ্ঠীর মহিলারা যেমন কাজ পাচ্ছেন, আর্থিক দিক থেকেও লাভবান হবেন।

Latest article