পর পর দু’বার ভূমিকম্প তাইওয়ানে, ১১০০ আফটারশক ৩ এপ্রিল থেকে

Must read

ফের শক্তিশালী ভূমিকম্পে (Earthquake-Taiwan) কেঁপে উঠল তাইওয়ান। শনিবার পরপর দুবার কম্পন অনুভূত হয়। এপ্রিলের শুরুর দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে সুনামির সতর্কতাও জারি করা হয়। এবার আবার কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে এক মাসের মধ্যে পরপর দুবার এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। তবে ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে একাধিক জায়গায় বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এদিন মধ্যরাতে আচমকা ভূমিকম্প অনুভূত হতেই হাজার হাজার মানুষ আতঙ্কে পথে বেরিয়ে আসেন। ৩ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ১১০০টি আফটার শক অনুভূত হয়েছে তাইওয়ানে।

আরও পড়ুন-আগামিকাল রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

এদিন মধ্য রাতে তাইওয়ানের (Earthquake-Taiwan) পূর্বে অবস্থিত হুয়ালিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নড়ে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেইও। ভূপৃষ্ঠ থেকে ২৪.৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে খবর। প্রথম কম্পনের আধ ঘন্টার মধ্যেই ফের দ্বিতীয়বার কেঁপে ওঠে তাইওয়ান। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ৫.৮। সূত্রের খবর, এদিন প্রথম কম্পনটি ফিলিপিন্স সাগরের গভীরে অনুভূত হয়, দ্বিতীয় কম্পনটির উৎস ছিল হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে। তবে এদিন হুয়ালিন ছাড়াও ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই-তেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। চলতি মাসের ৩ তারিখেই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা বা তীব্রতা ছিল ৭.২, যা বিগত ২৫ বছরে সবথেকে শক্তিশালী ভূমিকম্প।

Latest article