প্রচারে বেরিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার

Must read

তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছে রাজ্যবাসী। অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। প্রচণ্ড গরমে এবার প্রচার সারতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর (Pareshnath Mondal)। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গত ১৯ এপ্রিল দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি পরেশনাথ মণ্ডল (Pareshnath Mondal)। নবগ্রাম বিধানসভা এলাকার দলের মূল সংগঠক ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, গত ১৯ এপ্রিল পাঁচথুপি এলাকায় দেওয়াল লিখনের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হন পরেশ। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় পাঁচথুপি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সপ্তাহখানেক চিকিৎসা চলার পর পরেশকে বাড়ি যাওয়ার অনুমতি দেন চিকিৎসকেরা। কিন্তু বাড়ি ফিরে শনিবার দলীয় প্রচারে অংশও নিয়ে আবার নতুন করে অসুস্থ হয়ে পড়েন পরেশ। তবে আচমকা এদিন অসুস্থ বোধ করলে পরেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জঙ্গিপুর সংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সহ-সভাপতির।

আরও পড়ুন- আগামিকাল রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

মৃত্যুকালে তৃণমূল নেতার বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। তিনি বলেন, পরেশের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ওঁর মতো বলিষ্ঠ সংগঠককে দলের ভীষণ প্রয়োজন ছিল।

Latest article