দুদফায় হার বুঝে ভয় পেয়েছে বিজেপি, চকোলেট বোমা ফাটলেও এনএসজি! তুলোধনা মুখ্যমন্ত্রীর

Must read

কেউ এক চকোলেট বোমা ফাটলে এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। ওয়ান সাইডেড। শনিবার, কুলটিতে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রথম ২দফার নির্বাচনে বিজেপি হেরে গিয়েছে বুঝতে পেরে ভয় পেয়েছে।

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার

এদিন, কুলটির সভা থেকে সন্দেশখালিতে NSG তদন্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেন, কেউ এক চকোলেট বোমা ফাটলে, এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। এটা ওয়ান সাইডেড গেম চলছে। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, রাজ্য পুলিশকে জানায়নি। কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি। এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে। এটা আমাদের চ্যালেঞ্জ বোম মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না।” সন্দেশখালিতে বিজেপির নেতার ঘরে বোমা রাখা ছিল- অভিযোগ তাঁর। তৃণমূল সভানেত্রীর কথায়, দুই দফার নির্বাচনে বিজেপি ঘাবড়ে গিয়েছে। কারণ, ওরা হেরে যাবে বলে ভয় পেয়ে গিয়েছে।

Latest article