প্রতিবেদন : তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তামাকজাত দ্রব্যে এবার থেকে ছবির নিচে লেখা থাকবে ‘তামাক সেবন যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ’। উৎপাদনকারী সংস্থাদের এই লাইনটি তামাকজাত দ্রব্যের গায়ে লাগিয়ে বাজারে বিক্রি করতে হবে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হবে। অতএব ‘তামাক মৃত্যুর কারণ’ বা ‘ধূমপান প্রাণঘাতী’ এইসব আর লেখা যাবে না। আর এই নিয়ম লাগু হওয়ার পর সিগারেট বা অন্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে ব্যবহার হওয়া ছবি আগামী এক বছরের জন্যই বৈধ থাকবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
আরও পড়ুন-অভিষেকের দেওয়া প্রতিশ্রুতি পালন, সরকারি মধ্যস্থতায় ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালে বেতনচুক্তি
আবার পরের বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন ছবি ব্যবহার করতে হবে। আর সেই ছবি কেমন হবে, তাও নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। যে কোনও তামাকজাত দ্রব্যের প্যাকেটে ২০২৩ সাল থেকে মৃত যুবকের ছবি থাকবে। উৎপাদক সংস্থাকে তাঁদের গ্রাহককে বোঝাতে হবে, কম বয়সে মৃত্যুর কারণ তামাক সেবন। ২০০৮ সালের তামাক আইন সংশোধনের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন-অনাবৃষ্টির জেরে কৃষিবিমার সময়সীমা বাড়ল ১৫ দিন
গত ২১ জুলাই এই আইন সংশোধন করা হয়। শুক্রবার সরকারি নির্দেশিকায় তামাক উৎপাদনকারী সংস্থাগুলির প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা ডিস্ট্রিবিউটর, ক্রেতা ও বিক্রেতা সকলকেই তামাকজাত দ্রব্যের উপর কেন্দ্রের নয়া নির্দেশিকার ঠিকমতো উল্লেখ রয়েছে কি না তা নজরে রাখতে হবে। পাশাপাশি সচেতনতামূলক বার্তার বিষয়টিও সমানভাবে নজরে রাখতে হবে।