অভিষেকের দেওয়া প্রতিশ্রুতি পালন, সরকারি মধ্যস্থতায় ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালে বেতনচুক্তি

প্রশাসনের উপস্থিতিতে নবান্নের বিশেষ উদ্যোগে লেবার কমিশনের ১২ সদস্যের দল, জেলাশাসককে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের জন্য হলদিয়া আসে।

Must read

সংবাদদাতা, হলদিয়া : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন— শিল্পাঞ্চলের কর্মকাণ্ড বৃদ্ধি ও শ্রমিকদের স্বার্থসুরক্ষায় জোর দেওয়া হবে। মালিক ও শ্রমিকপক্ষের মাঝে কোনও ঠিকাদারিরাজ চলবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী হলদিয়ার ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসের দু বছর আটকে থাকা বেতনচুক্তি হল শুক্রবার। প্রশাসনের উপস্থিতিতে নবান্নের বিশেষ উদ্যোগে লেবার কমিশনের ১২ সদস্যের দল, জেলাশাসককে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের জন্য হলদিয়া আসে।

আরও পড়ুন-আবগারি-পুলিশের যৌথ চোলাই-বিরোধী অভিযান

প্রায় ঘণ্টাচারেক আলোচনার ভিত্তিতে ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসে শ্রমিকদের বেতনচুক্তিতে সই হয়। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অ্যাডিশনাল লেবার কমিশনার, জেলার ডেপুটি লেবার কমিশনার, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, মহকুমাশাসক, বিভিন্ন কারখানার আধিকারিক ও তমলুক সাংগঠনিক কমিটির আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার। জেলাশাসক জানান, ‘খুব শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে চুক্তি হয়েছে। আরও যে দশটি কোম্পানি রয়েছে, তাদের দু-তিনদিনের মধ্যেই সিওডি নেওয়া হবে। ১৫ অগাস্টের মধ্যে সব কোম্পানির সিওডি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এভাবেই শিল্পের প্রসারণ, উৎপাদন এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা হবে।’ চুক্তির ফলে খুশি শ্রমিক মহল। শ্রমিক অসীমকুমার মান্না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Latest article