প্রতিবেদন: ১৫ বছর আগে তখন তিনি একজন তরুণ ছাত্র। সে সময় তাঁর বলা কথাই এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে (Rishi Sunak)। ছাত্রজীবনে এক অনুষ্ঠানে ঋষি বলেছিলেন, সব শ্রেণির মানুষের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক আছে। শুধু শ্রমিক শ্রেণির কোনও মানুষের সঙ্গে তাঁর কোনও বন্ধুত্ব নেই। সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় সঞ্চালক অ্যান্ড্রু নিলের একটি বিতর্ক সভায় যোগ দেন সুনাক। সেখানেই নিল সুনাককে তাঁর এই মন্তব্যটি স্মরণ করিয়ে দেন।
আরও পড়ুন: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে রাউতকে হেফাজতে নিল ইডি
ঋষি (Rishi Sunak) অবশ্য ১৫ বছর আগের করা সেই মন্তব্য ভুল ছিল বলে মেনে নেন। সুনাক নিলকে বলেন, ছাত্রাবস্থায় আমরা অনেকেই এ ধরনের বোকা বোকা কথা বলে থাকি। সে সব কথা পরে অর্থহীন হয়ে যায়। মনে রাখবেন, আমি আমার মায়ের ওযুধের দোকানে কাজ করেছি। সেখানে সকলের সঙ্গেই দিন কাটিয়েছি। তিনি নিজেকে অভিবাসী পরিবারের সম্তান বলেও দাবি করেন।