নাচে-গানে উৎসব চানুর বাড়িতে

Must read

ইম্ফল : কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন মীরাবাই চানু (Mirabai Chanu)। পরদিনই ট্যুইটারে নিজের বাড়ির একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে মেয়ের সোনা জয়ের খুশিতে মেতেছেন চানুর (Mirabai Chanu) মা সহ পরিবারের সদস্যরা। জাতীয় পতাকা হাতে স্থানীয় লোকসংগীতের সঙ্গে তাল মিলিয়ে চলছে নাচ। হোলি-দীপাবলি সহ যেকোনও উৎসবে এই লোকনৃত্য সহযোগে মেতে ওঠেন সবাই। মেয়ের এই সাফল্যে নিজেদের ধরে রাখতে পারননি চানুর বাড়ির সদস্যরা। সবাই নেমে পড়েন রাস্তায়। এই নাচের মধ্য দিয়েই জয়ের উন্মাদনা প্রকাশ করলেন ২৭ বছর বয়সি এই ভারোত্তোলকের আত্মীয়-স্বজন। এদিকে, মহিলা বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। তিনি হারিয়ে দিলেন মোজাম্বিকের হেলেনা ইসমায়েল বাগাওকে। এবার প্রতিপক্ষ কমনওয়েলথে ব্রোঞ্জ জয়ী নিউজিল্যান্ডের ট্রয় গার্টন। জিতলেই পদক নিশ্চিত জারিনের। তবে ছিটকে গেলেন শিব থাপা। ৬৩.৫ কেজি বিভাগে শিব ১-৪-এ হারলেন স্কটিশ বক্সার রিস লিঞ্চের কাছে। ছেলেদের টেবল টেনিস দল বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সোনা জেরেমির, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Latest article