প্রতিবেদন : আবার টাকা! আবারও সেই ঝাড়খণ্ড! এবার অবশ্য কোনও জনপ্রতিনিধি নন, টাকা উদ্ধার হল ঝাড়খণ্ডের এক আইনজীবীর কাছ থেকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লক্ষ টাকা। কলকাতার একটি শপিংমলে ওই আইনজীবীর কাছ থেকে বিশাল পরিমাণ টাকা মেলে। ওই আইনজীবীকে পুলিশ গ্রেফতার করেছে। নাম রাজীব কুমার।
আরও পড়ুন-তিন বিধায়কের টাকা নিয়ে আরও রহস্য, আগন্তুকের ব্যাগে কী ছিল
একটি জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য কলকাতার এক ব্যবসায়ীর থেকে ওই আইনজীবী ১০ কোটি টাকা চেয়েছিলেন। তার পর শুরু হয় দরা কষাকষি। শেষে এক কোটি টাকায় রফা হয়। সেইমতোই দাবির টাকার প্রথম কিস্তি নিতে কলকাতায় আসেন ঝাড়খণ্ডের ওই আইনজীবী। রবিবার এই টাকা লেনদেনের সময় রাজীবকে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে হাতেনাতে ধরে কলকাতা পুলিশ। এই টাকার পেছনে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের খবর, রাজীব কুমার এখনও পর্যন্ত ৬০০-র বেশি জনস্বার্থ মামলা করেছেন। এমনকী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলাও করেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এই জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে রীতিমতো তোলা আদায় করতেন এই আইনজীবী। তদন্ত চলছে।