সংবাদদাতা, হাওড়া : পাঁচলার রানিহাটি মোড়ে গাড়ি থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধারের পরে ৬ নম্বর জাতীয় সড়কে (বম্বে রোড) পুলিশের নাকাতল্লাশি আরও বাড়ানো হল। ধূলাগোড় টোলপ্লাজা-সহ বম্বে রোডের প্রতিটি মোড়ে চার চাকার গাড়িতে তল্লাশি করছে পুলিশ। কোনও কিছু সন্দেহভাজন মনে হলে সেই ব্যাপারে বিস্তারিত তথ্যও সংগ্রহ করে রাখা হচ্ছে। শনিবার সন্ধেয় রানিহাটি মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা-সহ ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে হাওড়ার পাঁচলা থানার পুলিশ। এই ঘটনার পরেই জাতীয় সড়কে নাকাতল্লাশি আরও জোরদার করার বিষয়ে উদ্যোগী হয় পুলিশ।
আরও পড়ুন-‘ভারত গৌরব’ লিয়েন্ডার-ঝুলন, প্রতিষ্ঠাদিবসে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে
সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই বম্বে রোডের বিভিন্ন মোড়ে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়। বাগনানের লাইব্রেরি মোড়, মানকুর মোড়, পাঁচলার রানিহাটি, ধূলাগোড়, সাঁকরাইলের আলমপুর প্রভৃতি মোড়ে জাতীয় সড়ক ও সংলগ্ন অ্যাপ্রোচ রোডে প্রায় প্রতিটি চার চাকার গাড়ি ধরে ধরে তল্লাশি চালান পুলিশকর্মীরা। পাশাপাশি তিন বিধায়ক-সহ টাকা বোঝাই ওই গাড়ির সঙ্গে অন্য আরও দুটি গাড়ি ছিল কিনা তা জানতে ওই রাস্তার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। হাওড়া জেলার পুলিশ সুপার (গ্রামীণ) স্বাতী ভাঙ্গালিয়া জানান, ‘রাতের বেলা জাতীয় সড়কে এতদিন বেশি তল্লাশি চলত। এখন দিনরাতই চলবে এই নাকাতল্লাশি।’