‘ভারত গৌরব’ লিয়েন্ডার-ঝুলন, প্রতিষ্ঠাদিবসে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে

ক্লাবের প্রতীক দেওয়া কেক কাটেন তিনি। প্রতিষ্ঠাদিবসে সকাল থেকেই ক্লাব তাঁবুতে সভ্য-সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Must read

প্রতিবেদন : প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ লাল-হলুদের। সোমবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩তম প্রতিষ্ঠাদিবস। সকালে প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে শুভ সূচনা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত দু’বছর খারাপ কেটেছে ইস্টবেঙ্গলের। তবে প্রতিষ্ঠাদিবসেই ঘুরে দাঁড়ানোর বার্তা লাল-হলুদ কর্তাদের। তাঁদের আশ্বাস, এই মরশুম থেকেই স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-আলিপুরের পর দ্বিতীয় চিড়িয়াখানা নিউ টাউনে

সকাল সাড়ে এগারোটায় সময় ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের খুদে খেলোয়াড়দের নিয়ে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্রীড়ামন্ত্রী। ছিলেন প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। এর পর ক্লাব তাঁবুতে অন্যতম প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্রীড়ামন্ত্রী। ক্লাবের প্রতীক দেওয়া কেক কাটেন তিনি। প্রতিষ্ঠাদিবসে সকাল থেকেই ক্লাব তাঁবুতে সভ্য-সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-শপিংমলে ঝাড়খণ্ডের আইনজীবীর থেকে মিলল ৫০ লাখ

সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী এবং কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজকে ক্লাবের পক্ষ থেকে ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করা হয়। এছাড়া ক্লাবের তরফ থেকে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তিন বিধায়কের টাকা নিয়ে আরও রহস্য, আগন্তুকের ব্যাগে কী ছিল

ঝুলন বলেন, ‘‘অনেকে আমায় জিজ্ঞেস করে তুমি কোন দলের সমর্থক? আমি হৃদয় থেকে ইস্টবেঙ্গলের সমর্থক।’’ অনুষ্ঠানে ছিলেন লগ্নিকারী সংস্থা ইমামির শীর্ষ কর্তারাও। মঙ্গলবার দুই তরফের আনুষ্ঠানিক চুক্তি সই। তার আগে ইমামি কর্তাদের আশ্বাস, ‘‘এবার ট্রফি নিয়ে মঞ্চে উঠব।’’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু ।

Latest article