কাঁচা বেগুনে কামড়, লোকসভায় প্রতিবাদ কাকলির

Must read

নয়াদিল্লি : মোদি জমানায় দেশে ভয়াবহ মূল্যবৃদ্ধি। রান্নার গ্যাসের দামে আগুন। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। গুরুতর এই পরিস্থিতিতে সোমবার সংসদে অভিনব প্রতিবাদ দেখাল তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কাঁচা বেগুনে কামড় বসালেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে তিনি জানালেন, এবার কি তবে কেন্দ্রের দৌলতে আমাদের রান্না ছেড়ে কাঁচা খাওয়া অভ্যাস করতে হবে? দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। দীর্ঘ টালবাহানার পর বিরোধীদের চাপে সোমবার লোকসভায় আলোচনায় রাজি হয় মোদি সরকার। সেইমতো এদিন মূল্যবৃদ্ধি ইস্যুতে শাসকদলকে ঘেরাও করে ঘাসফুল শিবির। বক্তব্য রাখতে উঠে কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, কেন্দ্র কী চাইছে? আমরা এবার কাঁচা খাওয়া অভ্যেস করব? জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, এলপিজির মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে তাতে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ পাওয়া মহিলারা সিলিন্ডার কিনতে পারছেন না। এবার তো তবে কাঁচা খাওয়া রপ্ত করতে হবে দেশবাসীকে। মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিন সরব হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: বিশ্বভারতী নিয়ে কেন্দ্রকে চিঠি তৃণমূল সাংসদের

Latest article