বিশ্বভারতী নিয়ে কেন্দ্রকে চিঠি তৃণমূল সাংসদের

Must read

নয়াদিল্লি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় দল পাঠানোর দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি দিলেন তিনি। অচলাবস্থা কাটাতে অবিলম্বে বিশ্বভারতী (Visva-Bharati University) নিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। তৃণমূল সাংসদ (Jawhar Sircar) চিঠিতে উল্লেখ করেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে যেভাবে উপাচার্যের সঙ্গে শিক্ষক, অন্যান্য আধিকারিক এবং পড়ুয়াদের সংঘাতের আবহ তৈরি হয়েছে তাতে প্রতিষ্ঠানটির ঐতিহ্য নষ্ট হচ্ছে।

আরও পড়ুন: বাঙালির গর্ব আচার্য প্রফুল্লচন্দ্র রায়

উল্লেখ্য, এর আগে গত ৬ জুন ধর্মেন্দ্র প্রধানকে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছিলেন জহর সরকার। তাঁর অভিযোগ, বিশ্বভারতীর সমস্যা সঠিকপথে সমাধান করতে পারছেন না উপাচার্য। একাধিক আধিকারিক, অধ্যাপককে শাস্তি দেওয়ার তালিকাও চিঠিতে সংযুক্ত করেন তিনি। জহর সরকার কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, মনে হচ্ছে, বিশ্বভারতীর পরিস্থিতি সম্পর্কে হয় শিক্ষামন্ত্রক অবগত নয়, অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না। তিনি দাবি করেছেন, বিশ্বভারতীতে কেন্দ্রীয় দল পাঠিয়ে পরিস্থিতি যাচাই করা হোক এবং স্থানীয় আবাসিক ও আধিকারিকদের থেকে তথ্য নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা হোক। আগের চিঠির পর কেন্দ্র কোনও পদক্ষেপ না করায় সোমবার ফের ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে বিষয়টি জানালেন জহর সরকার। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কলকাতা হাইকোর্টও পরিস্থিতি মোকাবিলা নিয়ে উপাচার্য সম্পর্কে কঠোর মন্তব্য করেছে। আপনার পক্ষে কি কেন্দ্রীয় দল পাঠানো সম্ভব নয়? বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে, তা অবিলম্বে তা জানানোর আবেদন জানিয়েছেন সাংসদ জহর সরকার।

Latest article